নিউরন প্যারামেডিকেল এ্যান্ড নার্সিং ইনস্টিটিউট

নিউরন প্যারামেডিকেল এ্যান্ড নার্সিং ইনস্টিটিউট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এবং বাংলাদেশ নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত,
নিউরন মেডিকেল এন্ড টেকনোলজি লিঃ বোর্ড পরিচালিত

অধ্যক্ষের বাণী

বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এ অধিক সংখ্যক মানুষের সেবার জন্য যে পরিমান নার্স থাকা দরকার তা আমাদের দেশে নেই। কথায় আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। It is says Nursing is a Nobel Profession. ইন্টারন্যাশনাল নার্সেস দিবস ২০১৮ এর WHO অনুমোদিত থিম “নার্সিং এমন একটি শব্দ যার অর্থ সেবা।”

প্রচলিত নার্সিং শিক্ষা ব্যবস্থায় এমন একটি সুযোগ যে, প্রতিটি শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে এই পেশায় নিজেই আত্মবিনোদন উৎসাহী অনুপ্রাণীত করে। নার্সিং এমন একটি পেশা যার মাধ্যেমে শিক্ষিত হয়ে নিজেই স্বনির্ভরশীল হওয়া যায়। সরকার প্রদত্ত সুযোগ সুবিধার কারণে বর্তমানে অনেক মেধাবী শিক্ষার্থী ডিপ্লোমা নার্সিং পাশ করে বের হয় তা বাংলাদেশের জন্য যথেষ্ঠ নয়। আর ও প্রচুর পরিমাণ দক্ষ নার্স প্রয়োজন দেশে ও বিদেশে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Scroll to Top