আমাদের সম্পর্কে
নার্সিং ও মিডওয়াইফারি গুরুত্বপূর্ণ জনসেবামূলক পেশা। এই পেশায় একদিকে যেমন মানুষের সেবা করা যায় তেমনি এই পেশার ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। বাংলাদেশ নার্সিং কাউন্সিলের তথ্যমতে, বর্তমানে দেশে তো বটেই বিদেশেও নার্সিং ও মিডওয়াফারি দক্ষ ও অভিজ্ঞ লোকের ব্যপক চাহিদা রয়েছে। এই পেশায় যেমন সম্মান রয়েছে তেমনি রয়েছে প্রচুর সম্ভাবনা। আমার কথা এই যে, বর্তমান সময়ে শিক্ষার্থীরা নার্সিং ও মিডওয়াফারি পেশার মত মহত পেশায় এগিয়ে এসেছে বিধায় এই সেক্টর অত্যাধিক প্রশস্থ হচ্ছে। কোভিড-১৯ এর কারনে বর্তমানে স্বাস্থ্যখাতে অনেক দক্ষ ও যোগ্য লোকের প্রয়োজন দেখা দিয়েছে। সরকার ও প্রতিবছর নার্সিং ও মিডওয়াইফারি নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিউ সিটি নার্সিং ইনস্টিটিউট খুলনা দক্ষ মানব সম্পদ তৈরিতে অবদান রাখবে। মানব সেবায় নিবেদিত এই মহান পেশায় গর্বিত সদস্য হিসেবে গড়ে তোলার জন্য আমাদের রয়েছে নিজস্ব ক্যাম্পাস, সুদক্ষ শিক্ষক-মন্ডলী, মনোরম পরিবেশ, সুসজ্জ্বিত শ্রেণীকক্ষ। এছাড়া প্রতিটি বিষয়কে আরো উপভোগ্য ও সহজবোধ্য করার জন্য রয়েছে ল্যাবরেটরি কক্ষ ও প্রয়োজনীয় সরঞ্জাম। যে সকল শিক্ষার্থী এই মহান পেশায় আত্বনিয়োগ করবে বলে মনস্থির করেছে এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আগ্রহভরে সম্মত হয়েছেন তাদের সাফল্য ও সুন্দর জীবন কামনা করি।
চেয়ারম্যান
নিউরন প্যারামেডিকেল এ্যান্ড নার্সিং ইনস্টিটিউট